


নিজস্ব প্রতিবেদক :
চরমোনাই মাহফিল থেকে বাড়ী ফেরা হলো না মাওলানা মোতালেব হোসেন গাজীর। রবিবার সকালে শরণখোলা থানা পুলিশ উপজেলার পশ্চিম খাদা নাপিতবাড়ী সংলগ্ন খাল থেকে মোতালেব গাজীর লাশ উদ্ধার করেছে।
থানা পুলিশ জানায়, খালে লাশ ভাসার খবর পেয়ে রবিবার সকালে পুলিশ পশ্চিম খাদা গ্রামের নাপিত বাড়ী সংলগ্ন খাল থেকে মাওলানা মোতালেব হোসেন গাজীর (৬৫) ভাসমান লাশ উদ্ধার করে। লাশের পাশে কাপড়চোপড় ভরা তার একটি ব্যাগ পাওয়া যায়।