ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জহুরা খাতুন (৪৩)। তিনি স্থানীয় গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত রহম ব্যাপারীর মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির সামনে রেললাইনে কাছে তিনটি ছাগল চরাতে দেন জহুরা। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি ছাগলগুলো আনতে যান। রেললাইনের সঙ্গে ছাগলের রশি পেঁচিয়ে যাওয়ায় সেটি ছাড়ানোর চেষ্টা করছিলেন। এমন সময় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে ট্রেনটি চলে আসায় তিনি দুটি ছাগলের রশি ছাড়াতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জহুরা।

জহুরার ভাই পানজু ব্যাপারী বলেন, তাঁর বড় বোন (জহুরা) কানে কম শুনতে পেতেন। তিনি বাড়িতে গরু-ছাগল দেখাশোনা করতেন। ট্রেনের হুইসেল ঠিকমতো শুনতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।