

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ইসলামী আন্দোলন ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বিকেল ৩ টায় কেন্দ্রীয় মসজিদ ভবনের ২তলায় আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা সভাপতি নাজমুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোল বাংলাদেশ নওগাঁ জেলার সেক্রেটারি সহিদুল ইসলাম। আরও বক্তব্য বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নাজিবুদ্দীন চৌধুরী, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওছার হোসেন প্রমুখ।
সবশেষে ইসলামী আন্দোলনের সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে শবনম কাওছারকে সভাপতি ও মুফতি মো. আব্দুল্লাকে সেক্রেটারী করে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি ও কাওছার হোসেনকে সভাপতি এবং নাজমুল হোসেনকে সেক্রেটারী করে ইসলামী ছাত্র আন্দোলনের ধামইরহাট উপজেলা শাখার কমিটি ঘোষণা ও শপথবাক্য পাঠ করা হয়।