বাংলাবান্ধা দিয়ে নেপালে আরও ৪২ মেট্রিক টন আলু রপ্তানি

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫
বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশ থেকে নেপালে আরও ৪২ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে মোট ১,৩৮৬ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশি দুটি ট্রাকে করে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু রপ্তানি করে ‘থিংকস টু সাপ্লাই’ নামে একটি প্রতিষ্ঠান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশি পাঁচটি ট্রাকে করে নেপালে ১০৫ মেট্রিক টন আলু পাঠানো হয়েছিল।

জানা গেছে, রপ্তানিকৃত আলুগুলো নেপালের ঝাপা জেলার বির্তামোড এলাকার স্থানীয় সবজি ভাণ্ডারে সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, রবিবার পরীক্ষার পর ৪২ মেট্রিক টন স্টারিজ আলু নেপালে রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়।

বাংলাদেশি আলুর নেপালের বাজারে চাহিদা বাড়ছে। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।