বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।ফেসবুকে শেয়ার পোস্টারে লেখা, দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ। শাহবাগ চত্বরে বিকাল ৫টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় পোস্টারে।