

গতকাল শুক্রবার সন্ধ্যায় আইসিসি একাডেমিতে দলের অনুশীলন সেশনের আগে গণমাধ্যমে পাকিস্তানের পেসার হারিস দুবায়ের সাম্প্রিতিক পারফরম্যান্স টেনে বলেছেন, ‘আমরা দুবাইতে ভারতকে দুবার হারিয়েছি। আমরা এটিকে তিনবার করতে এবং সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই। আমরা আত্মবিশ্বাসী এবং এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে।’
ভারতের বিপক্ষে দুবাইতে সর্বশেষ দুই ম্যাচে জয় পায় পাকিস্তান।
যদিও সেটা টি-টোয়েন্টিতে। ২০২১ সালের অক্টোবরে এবং ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতকে হারিয়েছিল তারা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ধাক্কা সামলে টুর্নামেন্টে টিকে থাকতে চায় পাকিস্তান। এমনটাই জানিয়েছেন হারিস, ‘যা অতীত তা অতীত।
আমরা এখন ভারত ম্যাচের দিকে মনোনিবেশ করছি। আগের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো সংশোধন করব এবং সেগুলো পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ; একটি বাঁচা-মরার ম্যাচ। সেমিফাইনালে খেলার সুযোগ পেতে আমাদের এটি জিততে হবে।’
তিনি বলেন, বাঁচা-মরার ম্যাচের আগে দলের মনোবল চাঙ্গা আছে , ‘কোন অতিরিক্ত চাপ নেই; আমরা স্বস্তিতে আছি।
আমরা এটিকে অন্য একটি সাধারণ ম্যাচ হিসেবে দেখব। সব ছেলেরা কঠোর চেষ্টা করবে এবং তাদের সেরাটা দেবে। আমরা সব বিভাগে – ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো পারফর্ম করার লক্ষ্য রাখব।’