ভালুকায় নতুন মসজিদ করার লক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ভালুকা প্রতিনিধি :

ভালুকায় নতুন মসজিদ করার লক্ষ্যে আসপাডা ওয়াটার হাউস এ গত শনিবার বিকেলে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসপাডা মোল্লা পাড়ার ১ অংশ পাঠান বাড়ির কাওয়ালিয়ার টেকের এলাকা বাসির সম্মানে ও নতুন মসজিদ করার লক্ষ্যে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব

লায়ন এম.এ রশিদ, সাখাওয়াত হোসেন সাকু, জাহাঙ্গীর আলম সেলিম, আফতাব উদ্দিন তোতা, মাওলানা আবুল মুনসুর ফারুকী, ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), মোঃ আলম, তৌফাজ্জল, গিয়াসউদ্দিন পাঠান, মোস্তফা কামাল মেম্বার, কামরুল খান, আজিজুল হক পাঠান, মোস্তফা শেখ, মোঃ সিদ্দিকুর রহমান, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, ফকরউদ্দিন মাস্টার মাস্টার, মোঃ নজরুল ইসলাম মাস্টার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মধুপুর দরবার শরিফের প্রধান খাদেম আবু হানিফ মধুপুরী। এছাড়াও এসময় অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।