মোহনগঞ্জে এনআইডি পরিষেবা নিয়ে কুটকৌশলের প্রতিবাদে মানববন্ধন।

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

মোহনগঞ্জ (নেত্রকোনা )প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আজ সকালে নির্বাচন অফিসার্স এসোসিয়েশনের আয়েজনে নির্বাচন অফিসের বাস্তবায়নে
“STAND FOR NID “”SAVE NID PROTECT VOTER LITTLEST-ENSURE DEMOCRACY” এই শ্লোগানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

নির্বাচন অফিস চত্বরে সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিষেবা নিয়ে কুটকৌশলের প্রতিবাদে মানববন্ধন করছি। এনআইডি পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত। এনআইডি, ভোটার তালিকা গনতন্ত্র রক্ষা করে।তাই এন আইডি নিয়ে কুটকৌশলের প্রতিবাদে মানববন্ধন করছি।

নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক মোঃ শহীদুল হক, ও ডাটা এন্ট্রি অপারেটর শহীদুল ইসলাম সুজনসহ অনেকে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।