

আদম (আ.) ও তাঁর স্ত্রী হাওয়া (আ.) জান্নাতে আল্লাহর নির্দেশনা ভুলে নিষিদ্ধ বস্তু আহরণ করেছিলেন। এরপর আদম (আ.) একটি দোয়া পাঠ করে ক্ষমা লাভ করেন। তাঁর পঠিত দোয়াটি ছিল-
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَ إِنْ لَمْ تَغْفِرُ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَسِرِينَ
অর্থ: ‘হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আর আপনি আমাদের ক্ষমা না করলে এবং আমাদের দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। (সুরা আরাফ, আয়াত : ২৩)
এদিকে ফেরাউনের দুঃশাসনে অবরুদ্ধ হয়ে মুসা (আ.) আল্লাহর কাছে ধৈর্যশক্তি চেয়ে একটি দোয়া করেছিলেন। তা হলো-
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَ تَوَفَّنَا مُسْلِمِينَ
অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসাবে মৃত্যু দান করুন। (সুরা আরাফা, আয়াত : ১২৬)