রাঙ্গাবালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

রাঙ্গাবালী  প্রতিনিধি,

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাজার কমিটর সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯

অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ও আইনশৃঙ্খলা, মাসিক উন্নয়ন সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ড মো: মহসীন, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, মো: মুনিম আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ ঘোস, রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মান্নান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, রাঙ্গাবালী উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু মাস্টার।