পটুয়াখালী প্রতিনিধি।
রঙ-বেরঙের অতিথি পাখির ওড়াউড়ি। বালিহাঁস, গাংচিল আর সাদা বকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত। আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি। টুপ করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বেরিয়ে দৌড় দেওয়া। আট পায়ের বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে রঙিন।
প্রকৃতির এমন চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলার চর হেয়ার ও সোনারচর দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন, যেখানে তাবু টানিয়ে অবকাশ যাপন করেন দেশ-বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেবে।
https://youtu.be/5yalztGmVPk?si=Q3RnaZivsBDQv5Je
এদিকে চরগুলোকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্টবোট ও স্পিডবোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। এছাড়াও ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিডবোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপগুলোতে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ সোহান মাহমুদ