দেশের রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গত ২০ ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো দুই হাজার ৮৫ কোটি ডলার। গত ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৯০ কোটি ডলার। অর্থাৎ প্রবাসী আয় বৃদ্ধির ফলে রিজার্ভে ডলারের পরিমাণও সামান্য বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২ হাজার ৬১৩ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৯০ কোটি ডলার।এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে বৈধপথে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে যার পরিমাণ ২৩ হাজার ৭৩৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার এবং জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা ছয় মাস দুই বিলিয়নের বেশি রেমিট‌্যান্স এসে‌ছে বাংলাদেশে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসের ২২ দিনেই এসেছে ১৯২ কোটি ডলারের বেশি। এ মাসে ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।