

তারাকান্দা উপজেলা প্রতিনিধি –
মনসিংহের তারাকান্দায় উপজেলায় বসবাসরত নিজ ঘরের ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
১৩ মার্চ(বৃহস্পতিবার)বিকাল তিনটায় লাশটি উদ্ধারের পর থানা হেফাজতে আনা হয়।
উদ্ধারকৃত লাশটি উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদাড়িকেল গ্রামের মো. রুপালির কন্যা রাজদারিকেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃনিলুফা আক্তারের( বয়স ১৩) বলে জানায় পুলিশ।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন,সকাল ১১ টার দিকে নিহত শিক্ষার্থীর মা বসত ঘরের ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মেয়েকে দেখতে পান।এরপর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে বিকাল তিনটার দিকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। নিহতের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে লাশটি ময়নাতদন্তের জন্য ১৪ মার্চ(শুক্রবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং অনুসন্ধান শুরু করা যাবে ।আমরা সকল ধরণের আইনী প্রক্রিয়া এবং অনুসন্ধান চালু রেখেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই খুনের তদন্ত করবো।